চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন সেলিম প্রধান

দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জজ কোর্টে তিনি জামিননামা দাখিল করলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

এসময় সেলিম প্রধান বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছে। যে জায়গার মালিক সে কি কোনদিন চাঁদাবাজি করতে পারে। গাজীর লোকজন যারা ছিলো তারা আমার বাড়িতে হামলা করেছে, আমাকে মারার জন্য পুরো রূপগঞ্জ থেকে হাজার হাজার লোক নিয়ে হামলা চালিয়েছে। একদিনে কয়েক দফায় হামলা করেছে। আমার জমি আমি লিজ দেইনি, যে চুক্তিনামার কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুয়া। ওরা চুক্তিনামা করেছে দুইটা, একটা একবছর অন্যটা দশ বছর। এটা কি হয় ?

সেলিম প্রধান আরও বলেন, দেশের আইন অনুযায়ী চুক্তিনামা হয় তিন বছরের। এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমি প্রতিনিয়ত লড়াই করেছি। অথচ বর্তমানে যা কিছু হচ্ছে তার সবকিছুই হচ্ছে দিপু ভূঁইয়ার ইন্ধনে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা রূপগঞ্জে যাবেন এবং সেখানে এলাকাবাসীর সাথে কথা বললেই বুঝতে পারবেন। শত শত কর্মী যারা পূর্বে গাজীর সাথে থেকে সন্ত্রাসী কর্মকান্ড করেছে। তারা এখন দিপু ভূঁইয়ার কর্মী হিসেবে কাজ করছে। রূপগঞ্জ সহ সারাদেশের মানুষ জানে জায়গা আমার। আমি যখন মিথ্যা মামলায় জেলে ছিলাম তখন তারা জোরজবরদস্তি দখল করেছে।

এসময় মামলার আইনজীবী এড. আশরাফুল বারী ভূঁইয়া বলেন, সেলিম প্রধান ও নবী হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা হয়েছে। সেই মামলায় হাইকোর্ট ৮ সপ্তাহের জামিন দেন। আজ নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালতে আমরা জামিননামা দাখিল করেছি। আদালত জামিন মঞ্জুর করেছেন। যে চাঁদাবাজির মামলা করেছে তার কোন সত্যতা ও ভিত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *