দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মুলিয়া গ্রামে মো. লিটনের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ওয়াজ মাহফিল। ধর্মীয় এই আয়োজন এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বাজার ভদ্রঘাট শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. এনামুল হক সাইফী। তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করেন এবং শ্রোতাদের মন জয় করেন। দ্বিতীয় বক্তা ছিলেন বাগুটিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শামসুল হক। এছাড়া মুলিয়া নূতন জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল মামুন এবং মুলিয়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. হাফিজ উদ্দিনও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ওয়াজ মাহফিলটি নারী-পুরুষ নির্বিশেষে সবার মাঝে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। পর্দার আড়ালে অসংখ্য মা-বোন ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় শিশু, কিশোর, যুবক এবং বৃদ্ধরাও উৎসাহের সঙ্গে মাহফিলে যোগ দেন। মাহফিলের পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর।
আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আপ্যায়নের দায়িত্বে ছিলেন মো. আল আমীন ও মো. শাকিল। তাদের আন্তরিক প্রচেষ্টা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।
ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং সামাজিক ঐক্য আরও মজবুত করতে এ ধরনের আয়োজন মুলিয়া গ্রামসহ পুরো কালিহাতীতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।