দৈনিক তালাশ.কমঃ গোলাম ফারুক খোকন ছাত্রদল থেকে উঠে আসা এই নেতা যুবদল হয়ে বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি রাজপথের সক্রিয় এবং কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত।
বিগত আওয়ামী সরকারের সময়ে সরকার বিরোধী
আন্দোলনে রাজপথে সোচ্চার ছিলেন। দলের প্রতিটি কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে বেগবান করতেন এই নেতা। ছাত্রদল আর যুবদলের মাধ্যমে জেলাজুড়ে রয়েছে তার বিশাল কর্মী বাহিনী। দলের নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় নেতা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার সুবাধে
পুরো জেলাজুড়ে তার বিচরণ। সাংগঠনিক দক্ষতার কারণে শক্তিশালী একটি বলয় গড়ে উঠেছে তার। যে কারণে রাজপথে নামলে কর্মীদের ঢল নামে তার পেছনে। বিগত দিনের কর্মকান্ডে দলের হাইকমান্ডের দৃষ্টিতে তিনি একজন দক্ষ এবং দলের নিবেদিত নেতা হিসেবে বেশ পরিচিত।
এই নেতাকে নিয়ে কর্মীদের অনেক স্বপ্ন। জনগণ তাকে
জনপ্রতিনিধি হিসেবে পেতে চায়। রাজনীতিতে
পরিচ্ছন্ন এমন নেতা জনপ্রতিনিধি হলে উন্নয়ন
হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধা
মহল। সূত্রমতে, নারায়ণগঞ্জের পরিচ্ছন্ন রাজনীতিক
হিসেবে যে ক’জন কর্মীবান্ধব নেতা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
ছাত্রদল থেকে উঠে আসা এই নেতা বিগত দিনে
সরকার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন
করেছেন। যে কারণে দলের হাইকামেন্ডর কাছে
তিনি দলের নিবেদিত নেতা হিসেবে সু পরিচিত।
জেল, জুলুমকে তোয়াক্কা না করে দলের হয়ে
কর্মী সমর্থকদের নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন
তিনি। সাংগঠনিক কর্মকান্ডের কারণে তিনি জেলা
যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন
করেছেন। পরবর্তীতে তাকে জেলা যুবদলের
আহবায়ক করেন যুবদলে কেন্দ্রী কমিটি।
সাংগঠনিক ভাবে সক্রয় হওয়ায় জেলা বিএনপির
সাধারণ সম্পাদক করা হয় তাকে। এভাবেই
ছাত্রদল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন।