পরানগঞ্জে সবুজ বাংলা সেচ্ছাসেবী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

দৈনিক তালাশ.কমঃ মোঃ সোহেল মিয়া ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলা সবুজ বাংলা সেচ্ছাসেবী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম তাদের নিজস্ব একটি স্কুলে এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবু হানিফ সরকার, চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির, আবু বক্কর সিদ্দিক তালুকদার, চেয়ারম্যান পদ প্রার্থী, গোলাম আব্বাস বাবুল। চিকিৎসক ডা. কামরুল ইসলাম, ডা. সূচী জাহান জিনিয়া, ডা. মোঃ আজিজুল হাকিম (পাপ্পু), ডা. এম এ মান্না প্রমূখ।

সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। এছাড়াও তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগের অংশ হিসেবে আগামীতেও এ সেবা প্রদান করা হবে।

গোলাম আব্বাস বাবুল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামীণ জনগোষ্ঠী ও চরানঞ্চলবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা আজকের তরুণসমাজ করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *