নওগাঁয় মোস্তাফিজুর রহমান নামে এসএস সি পরীক্ষার্থী দীর্ঘ ৮ দিন পরে অর্ধগলিত লাস উদ্ধার

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় নিখোঁজের আট দিন পর ধানক্ষেত থেকে মোস্তাফিজুর রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মুশরইল গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোস্তাফিজুর রহমান মুশরইল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মধইল বিএল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। মোস্তাফিজুরের খালু মো. মহব্বত জান বলেন, গত বুধবার সন্ধ্যার সময় মোস্তাফিজ মাগরিবের নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে যায়। নামাজ পড়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পরেও বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন মসজিদে খোঁজ নেন। সেখানে গিয়ে তাকে না পাওয়ায় সকল আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজখবর নেওয়া হয়। তারপরও কোনো খোঁজ পাওয়া যায়নি।তিনি আরও বলেন, নিখোঁজের আটদিন পর আজ বুধবার দুপুরে স্থানীয়রা মাঠের মধ্যে কয়েকটি হাড় ও নাড়িভুঁড়ি ছড়িয়ে থাকতে দেখে। এরপর তারা সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতের ভেতরে একটি গর্ত দেখতে পায়। সেখানের মাটি সরিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ পড়ে আছে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার শার্ট ও লুঙ্গি দেখে মোস্তাফিজের লাশ শনাক্ত করি। পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুল মুঠোফোনে কালবেলাকে বলেন, অর্ধগলিত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কিছু মানবদেহের হাড় পাওয়া গেছে। আমরা তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। উদ্ধার করা হাড়-গোড়ের ডিএনএ টেস্ট করার পর তার পরিচয় নিশ্চিত হতেপারব। তবে মোস্তাফিজুর রহমানের পরিবারের দাবি, এটা তার মরদেহ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *