অর্থ  আত্মসাৎ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ রোলিং মিল ম্যানেজারের বিরুদ্ধে

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জে মেসার্স রানা রি-রোলিং মিলস’র মালিকের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে,  তারই প্রতিষ্ঠানে সিনিয়র সেলসম্যান ও ম্যানেজারের বিরুদ্ধে। যাবতীয় ব্যবসায়িক হিসাব চাইলে প্রাণ নাশের হুমকি দেয় ওই কর্মকর্তা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানায় ওই কর্মকর্তাসহ ২জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়েল করেন প্রতিষ্ঠানের মালিক হাজী মো. নুর আলী (৬৭)।

অভিযুক্তদের নাম রাজিব হোসেন (৩৮) ও তার পিতা আদম আলী (৫৮)।  তারা ফতুল্লা ইসদাইর খানকাহ এলাকার বাসিন্দা।

মেসার্স রানা রি-রোলিং মিলস’র মালিক হাজী মো. নুর আলী অভিযোগে উল্লেখ করেন,  আমি মেসার্স রানা রি-রোলিং মিলস’র স্বত্বাধীকারী। অভিযুক্ত রাজিব হোসেন (৩৮)  দীর্ঘ ১৪ বছর যাবৎ আমার প্রতিষ্ঠানে সিনিয়র সেলসম্যান ও ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছে। আমাদের প্রতিষ্ঠানে চাকুরীরত অবস্থায় বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ করিত। এক সময় তার প্রতি আমার সন্দেহ হওয়ায় আমি গত ২৫ অক্টোবর সকালে তার কাছে আমার প্রতিষ্ঠানের ব্যবসায়িক হিসাব-নিকাশ চাই। কিন্তু রাজিব আমাকে বিভিন্ন ধরনের তালবাহানা মূলক কথাবার্তা বলে উল্টা-পাল্টা ভাবে হিসাব বুঝাইয়া দেয়। যে হিসাবে আমি ১৪ মাসের হিসাবে বিপুল পরিমানের টাকার গড়মিল পাই।

তিনি আরও উল্লেখ করেন,  রাজিবের উপর আরও সন্দেহ হওয়ায় তার নিকট হইতে ১৪ বছরের প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংকিং হিসাব চাওয়ায় সে আমাকে কোন প্রকার হিসাব-নিকাশ প্রদান না করিয়া একই তারিখে আমার প্রতিষ্ঠান থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। পরে আমি গত ১১ নভেম্বর  সন্ধ্যায় তাদের বাড়িতে উপস্থিত হইয়া তাহাদের বাড়িতে না পাইয়া তাহাদের আত্মীয়-স্বজনদেরকে বিষয়টি অবগত করি। তখন  রাজিব হোসেন  ও তার পিতা আদম আলী আমার উপর ক্ষিপ্ত হইয়া যায়। এবং ঘটনার জের ধরে ১২ নভেম্বর সকালে আমার বাড়িতে এসে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
অভিযুক্ত রাজিব আমার প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ১৪ বছরে আমাকে আর্থিকভাবে আনুমানিক প্রায়- ৭ কোটি টাকার ক্ষতিসাধণ করেছে।  আমার প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে আলিশান বাড়ি নির্মাণ করিয়া বিলাশ বহুলভাবে জীবন-যাপন করছে। পিতার সহযোগীতায় রাজিব এরূপ কার্যকলাপ করে আমাকে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিসাধিত সহ হয়রানি করছে। তাই কোন উপায়ান্তর না পেয়ে থানায়  অভিযোগ দায়ের করেছি। আমি  আইনগত সহায়তা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *