কালিহাতীতে বিলীন হতে চলেছে বল্লা কালী মন্দির ও মহাশ্মশান

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ষড়ভূজ কালী মন্দির ও মহাশ্মশান ঘাট বর্তমানে সম্পান নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক এই স্থাপনাটি ৭৫ শতাংশেরও বেশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, বল্লা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এই মন্দির ও শ্মশান ঘাটটি যেকোনো সময় পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় জনগণ জানায়, সাম্প্রতিক সময়ে শ্মশান ঘাটের প্রায় ৩০ ফুট ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ঐতিহাসিক এ স্থাপনাটি অচিরেই সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। এই অবস্থা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেমন আতঙ্ক সৃষ্টি করেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে দিয়েছে।

কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল বলেন, “প্রতিদিন নদীর ভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। আমাদের প্রাচীন মন্দির ও শ্মশানটিও ধ্বংসের মুখে। এই ঐতিহ্য রক্ষা না হলে আমাদের সাংস্কৃতিক অস্তিত্বও বিপন্ন হয়ে পড়বে।” কমিটির সহ-সভাপতি প্রফুল্ল পাল, কোষাধক্ষ স্বপন বনিক, হিসাবরক্ষক অজিত সাহা, দুলাল চন্দ্র পাল ও সনজিত সরকারসহ এলাকার বাসিন্দারা সবাই এই অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ মহাসংকট থেকে বল্লার এই ঐতিহ্যবাহী স্থাপনাকে রক্ষা করতে এলাকাবাসী সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কাছে মন্দির ও শ্মশান রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *