বন্দরে সন্ত্রাসী বুলবুল বাহিনীর বিরুদ্ধে ৬ লাক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ জেলার উপজেলাধীন দাশেরগাও এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু একাধিক মামলার আসামি বুলবুল ও তার বাহিনীর বিরুদ্ধে শাহাদাত (৩৬) নামের এক ব্যাবসায়ীকে পিটিয়ে ৬লক্ষ ৩০ হাজার টাকা লুট করে নেওয়ায় ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

বুলবুল বাহিনীর হামলায় আহত ব্যাবসায়ী মোঃ শাহাদাত এ ব্যাপারে বন্দর থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ হারুন অর রশিদ (৫৩), ২। মোঃ জামান মিয়া (৫০), ৩। মোঃ বুলবুল (৪৪), ৪। জাহানারা বেগম (৪৮), সর্ব পিতাঃ মৃতঃ জজ মিয়া, সর্ব সাং-দাশেরগাঁও, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা তার প্রতিবেশি এবং পূর্ব পরিচিত। বিবাদীদের সহিত পূর্ব হইতেই ক্রয়কৃত জমি জমা সহ বিভিন্ন বিষয়াদী নিয়া বিরোধ চলে আসছিল শাহদাতের। এরই ধারাবাহিকতায় বিবাদীরা বিভিন্ন ভাবে তার ক্ষতির চেষ্টায় লিপ্ত ছিল। এর জের ধরিয়া গত ০৭/১১/২৪ তারিখ বিকাল অনুঃ ০৪.৩০ ঘটিকার সময় সকল বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র চাপাতি, রামদা ও লোহার রড় নিয়া বন্দর থানাধীন দাশেরগাঁও সাকিনস্থ ষ্টার ফার্মের পিছনে পাকা রাস্তায় উপর বিবাদীরা শাহাদাতকে একা পাইয়া পথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বিবাদীদের গালিগালাজ করিতে নিষেধ করিলে সকল বিবাদীরা শাহাদাতকে এলোপাথারী ভাবে লোহার রড দিয়া মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১ নং বিবাদী উত্তেজিত হইয়া তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া শাহাদাতের মাথা লক্ষ করিয়া হত্যার উদ্দেশ্যে কোপ মারার জন্য উদ্দ্যত হয়। পরবর্তীতে সকল বিবাদীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপিয়া ধরিয়া হত্যা চেষ্টা করে। ৩ নং বিবাদী বুলবুল শাহাদাৎ এর সাইট ব্যাগ থাকা নগদ ৬,৩০,০০০ টাকা নিয়া যায়। ২ নং বিবাদী একটি মোবাইল ফোন ভাংচুর করিয়া অনুঃ ১৫,০০০ টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে শাহাদাতের ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীরা তাকে প্রকাশ্যে খুন ও জখমের হুমকি দিয়া চলে যায়। পরে লোকজনের সহায়তায় শাহাদাত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *