দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া গ্রামে মোঃ শামসুল মোল্লা ( ৫৮ ) দাফন সুসম্পন্ন। শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুম্মা মরহুমের বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে বাংড়া, কেন্দ্রীয় জামে মসজিদ, বাংড়া কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদ, হালদিয়া মসজিদ, সহদেবপুর মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন। মুলিয়া, হলদিয়া, বাংড়া গ্রামের মুসল্লীগণ জানাজার নামাজের শরিক হওয়ায় বিশাল মুসল্লির উপস্থিতিতে জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি ও দাফন শেষে দোয়া পরিচালনা করেন বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মনজুরুল হক। মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত সহ জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।