দৈনিক তালাশ.কমঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কাজ-কর্ম করে দলের ভাবমূর্তী বিনষ্ট করার কারনে বিএনপি নেতা অকিলউদ্দিন ভূঁইয়া ও মো. দেলোয়ার হোসেন খোকনকে দলের সকল পর্যায় খেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিদ্ধিরগঞ্জ শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহিস্কৃত নেতা অকিলউদ্দিন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ও বহিস্কৃত নেতা মো. দেলোয়ার হোসেন খোকন সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য অকিলউদ্দিন ভূঁইয়া পিতা মৃত. পিয়ার আলী ভূঁইয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন খোকন পিতা মৃত. আলী আকবরকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। এই বহিস্কার আদেশ জারি হওয়ার সাথে সাথে কার্য্যকর হবে।