দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে শায়খুল হিন্দ কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে নগরীর ২ নং রেলগেইটস্থ চুনকা পাঠাগার মিলনায়তনে সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মুনির হোসেন কাসেমীর সভাপতিত্বে ও সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়খুল হাদিস মঞ্জরুল ইসলাম আফেন্দি। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আবু তাহের জিহাদি, শায়খুল হাদিস আব্দুর রশিদ খান, মুফতি নূর হোসেন নূরানী, শায়খুল হাদিস বশির আহমদ, মাওলানা জাকির হোসেন কাসেমী, মাওলানা মুফতি আব্দুস সবুর, মুফতি এহতাসামুল হক উজানি, মাওলানা তৈয়ব আল হোসাইন, মাওলানা মুফতি জাবের কাশেমী, মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন আহামাদ, মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, মাওলানা মীর আহামাদুল্লাহ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রিটিশ শাসনামলে সুলতানুল হিন্দ যেমন কারো কাছে মাথানত করেনি তেমনি আমরাও তার উত্তরসুরি হিসেবে কারো কাছে মাথা নত করবো না। ৫ আগষ্টের পূর্বে আমাদের দিকে লোকজন একদৃষ্টিতে তাকাতো আর এখন আরেক দৃষ্টি তে অর্থাৎ সম্মানের দৃষ্টিতে তাকায়। এটা বর্তমানে অনেকেরই সহ্য হয় না। আমাদের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে।