দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনধি: নওগাঁ জেলা বিভিন্ন উপজেলার মন্দিরে মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে সংখ্যালঘু হিন্দুসম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ৩ টা থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত চৌমাশিয়া কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় সার্বজনীন কালী মন্দিরে দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।।কালি পূজা উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরসহ প্রতিটি মন্দিরে দূর-দূরান্ত থেকে আসা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ। এছাড়াও জেলার মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন ও ১০ নং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কালি মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি কালি পূজা কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে দেখা গেছে । কালিপূজা শুরুর আগে শুক্রবার সন্ধ্যায় প্রতিটি সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে দীপাবলি কালি পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন দেব-দেবী ও তুশলী পাঠে বিশেষ প্রার্থনায় মঙ্গল দীপ প্রজ্বলন করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নিহত পূর্ব- পুরুষদের স্মরণেও দীপ প্রজ্বলন করা হয়। দীপাবলি কালি পূজা শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত জেগে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তার জন্য থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা প্রতিটি মন্দিরে নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা প্রদান করেছেন। চৌমাশিয়া কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরের পুরোহিত হিসেবে দীপাবলি কালী পূজাটি পরিচালনা করেছেন গনেশ মৈত্রী উজ্জ্বল কুমার কৃষ্ণ পাহান লিটন পাহান শৈলেন পাহান দিপক পাহান সাগর পাহান জয়ন্ত হাজরা অচিন্ত হাজরা বিদ্যুৎ সরকার আকাশ চন্দন সুব্রত পাহান স্ব রেশ পাহান রবি মন্ডল উৎসবসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত চন্দ্র রায় ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জানান, প্রতিবছর কার্তিক মাসের অমবর্ষা তিথিতে সারা রাত ব্যাপী অত্যন্ত শান্তি পূর্ণভাবে এই দীপাবলি কালি পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত বছর ধরে সাম্প্রদায়িক বন্ধনে এই দীপাবলি পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাড়াও আশে পাশের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা পূজা মণ্ডপ এলাকায় উপস্থিত থেকে অত্যান্ত আনন্দঘন সুশৃংখল পরিবেশে পূজার আনন্দ উপভোগ করে। অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা ও উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষজন অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে দীপাবলি কালীপূজা পালন করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চৌমাশিয়া কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দির ও চকগোরী পীরার মোড় এবং লক্ষীপুর কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরসহ ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।
নওগাঁ #