দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া গ্রামের স্থায়ী বাসিন্দা এইচ এম ট্যুর এন্ড এজেন্সির ম্যানেজিং পার্টনার সৈয়দ হাসিবুল আলম হাসিবের দাফন সুসম্পন্ন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় সৈয়দ হাসিবুল আলম হাসিব (৫২) ইন্তেকাল ফরমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার স্ত্রী এক মেয়ে, ভাই-বোন ও অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। সৈয়দ হাসিবুল আলম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ জহিরুল হকের ছেলে ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীবের খালাতো ভাই। মরহুম হাসিব বিরাট মনের অধিকারী ছিলেন। আশেপাশের আত্মীয়-স্বজন ও ব্যবসায়িক পরিচিত সকলেই তাকে অত্যন্ত ভালো বলে জানতেন। বাদ মাঘরিব বাংড়া নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত। হয় উক্ত জানাযায় ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে তার আত্মীয়-স্বজন এসে শরিক হন এবং এলাকাবাসীসহ প্রচুর লোক নামাজে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি ও দাফন শেষে দোয়া পরিচালনা করেন মরহুমের খালাতো ভাই হাফেজ সৈয়দ নুরুন্নবী হোসেন।