নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিথ্যা মামলায় জামিন পেলেন ১৩ সাংবাদিক

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছে পেশাদার ১৩ জন সাংবাদিক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক জামিন শুনানী করেন।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে প্রেসক্লাবের ৬ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সাংবাদিক মাসুদ রানা রনি (সম্পাদক, নারায়ণগঞ্জ মেইল ডট কম) সহ আরো ৬ জন স্থানীয় স্বনামধন্য সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য পদ প্রাপ্তির জন্য স্মারকলিপি প্রদান করতে গেলে ক্লাবের গেইট বন্ধ করে দেয় এবং পূর্ব থেকে প্রস্তুতি নেয়া আওয়ামী লীগের দোসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন (৫১), দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ (৫০), নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, মাছ রাঙ্গা টেলিভিশনের সাংবাদিক জুয়েল (৪২), বিটিভি’র চাকুরীচ্যুত মাহফুজ (৫৫), আহসান সাদিক শাওন (৪২) সহ অজ্ঞাত ১০/১২ জন হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে বিল্লাল হোসেন রবিন তার হাতে থাকা অবৈধ বিদেশী শক দেওয়ার অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক শক দিলে ঘটনাস্থলে রনি বেহুশ হয়ে পড়ে যান। এই অবস্থায় আসামী আবু সাউদ মাসুদ পুণরায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক মাসুদ রানা রনি সহ কয়েকজন গণমাধ্যম কর্মী রক্তাক্ত এবং আহত হয়। অজ্ঞাতনামা অন্যান্য সাংবাদিকদেরও পিটিয়ে নিলাফোলা জখম ও লাঞ্ছিত করে। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকদের সহায়তায় আহত মাসুদ রানা রনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রেস ক্লাব হতে বের হওয়ার সময় আসামীরা বলে তোদের দেখে নিব মর্মে হুমকি প্রদান করে।
সাংবাদিক মাসুদ রানা রনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *