দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইল চেম্বার অফ কমার্স এর ইন্ডাস্ট্রিস রিফর্মেশন দাবিতে সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (২৯ অক্টোবর ) টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির
সাধারণ সদস্যদের উদ্যোগে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভা কক্ষে ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য আতাউর রহমান জিন্নার সভাপতিত্বে চেম্বারের সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় টাঙ্গাইল চেম্বার অব কমার্সের বিগত দিনের কমিটিতে স্থান পাওয়া আওয়ামী সরকারের নেতা কর্মীদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়। এখানে উল্লেখ্য যে, বিগত কমিটির অধিকাংশ নেতাই আওয়ামী লীগের। গত ৫ ই আগস্ট সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবের পর ফ্যাসিবাদ সরকারের পতন হয়। সরকার পতনের পর হতে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের অধিকাংশ শীর্ষ নেতাই আত্মগোপনে চলে যায়। খোঁজ নিয়ে জানা যায় টাঙ্গাইল চেম্বারের অধিকাংশ নেতাই হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি। উক্ত সভায় বক্তব্য রাখেন চেম্বার কমার্সের সাধারণ সদস্য নুরুল আলম, আবু তাহের, এজাজুল হক সবুজ, তৌহিদুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম ঝলক, কাজী শফিকুর রহমান লিটন, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান, সৈয়দ নাজমুল হোসেন সহ উপস্থিত সদস্য বৃন্দ।