দৈনিক তালাশ.কমঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নে খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে কাঁকড়া জান ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় আব্দুল মোতালেব মাস্টার ও সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল বাশার।সভায় সভাপতিত্ব করেন ইন্দ্রারজানী দারুল উলুম ইসলামী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা কে এম আনসার আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সানোয়ার হোসেন সরকার, সাপ্তাহিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়া, টাঙ্গাইল জেলা শ্রমিক মজলিসের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, এবং ইসলামী যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব মাওলানা মোঃ নাজমুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাফত মজলিস সখিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আসাদুজ্জামান মাসুম। ইসলামী সংগীত পরিবেশন করেন খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক হাফেজ মোঃ ইউনুস আল মাদানী।
অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ এবং স্হানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।