দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহাসীন হাবীব সবুজ, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শোলাকুড়ায় অবস্থিত রিয়াজুল জান্নাহ ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার বাদ আসর শুরু হয়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত চলা এই মাহফিলে এলাকার শত শত মানুষ উপস্থিত থেকে মনোযোগ সহকারে ওয়াজ শুনেন।
মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার দাতা সদস্য ও ইছাপুর মসজিদ-মাদ্রাসা-গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ শহিদুর রহমান তালুকদার।
আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান পটুয়াখালী বক্তব্য রাখেন। দ্বিতীয় বক্তা ছিলেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোঃ আব্দুল মতিন যুক্তিবাদী, সিরাজগঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হাফেজ মাওলানা আব্দুস সাত্তার বক্তব্য প্রদান করেন।
মাদ্রাসার উপদেষ্টা ও সাকরাইল জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোতালেব হোসেন, মাদ্রাসার উপদেষ্টা ও সাকরাইল জামে মসজিদের সভাপতি মোঃ মোকদম আলী মাস্টার এবং সহদেবপুর উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ আরও অনেকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ মাহফিলে স্থানীয় ও দূর দূরান্তের অসংখ্য মানুষ, নারী-পুরুষ একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহর আলোকে উপস্থাপিত বিষয়বস্তু শুনেন এবং দোয়া মাহফিলে অংশ নেন। উল্লেখ্য, এই মাদ্রাসায় কোমলমতি ছাত্রছাত্রীরা ইংরেজি, বাংলা, এবং আরবি শিক্ষায় দক্ষ হয়ে উঠছে। তাদের হাতের লেখা যেন ছাপার অক্ষরের মতো সুন্দর। এখানে অসংখ্য এতিম ছাত্রছাত্রী বিনামূল্যে শিক্ষা লাভ করছে, যা সত্যিই প্রশংসনীয়।