দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেন, মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক ভালো। কিন্তু উনি এখন যা করাচ্ছেন তা নোংরামি ছাড়া কিছুই না। সংবাদ সম্মেলনের পেছনে পরিষ্কারভাবে তার ইন্ধন রয়েছে। এতোদিন এ নিয়ে কেউ কথা বলেননি। গত ১৫ বছর যারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছিল তারাই যদি পুনরায় চেম্বার অব কমার্সের দায়িত্বে আসতে চায় এ নিয়ে আমি উৎসাহবোধ করি না। আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমতো হচ্ছে কিনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।
মাসুদুজ্জামান আরও বলেন, আমি জোর করে সভাপতির পদ দখল করিনি। ঐ কঠিন মুহূর্তে আমাকে চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা সংগঠনের হাল ধরতে বলেন। পরে আমি সভাপতি পদ গ্রহণ করে চেম্বার অব কমার্স পরিচালনা করছি। আর আমিতো পূর্বের ন্যায় সারাজীবনের জন্য সভাপতি হয়ে যাইনি। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির দিকে নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে চেম্বার অব কমার্সের যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাখতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দূর্নীতি বরদাস্ত করবো না।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলে, সহ-সভাপতি সোহেল আক্তার সোহান, পরিচালক জাকারিয়া ওয়াহিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান ও সেলিম হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।