রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সমাবেশে রাসেল মোল্লার ও নাহিদ পারভেজ এর শোডাউন

দৈনিক তালাশ.কমঃ হষ্টাফ রিপোর্টার: সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক, ভূমিদস্যু ও দখলবাজের বিরুদ্ধে রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল ও স্বার্থক করতেবিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও জেলা বি এন পির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নির্দেশনায় ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রাসেল মোল্লার ও রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাহিদ পারভেজ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।

বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর ) বিকালে প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে রুপগঞ্জ থানাধীন কাঞ্চন সুমু মার্কেট এলাকায় আয়োজিত সমাবেশে রাসেল মোল্লার নেতৃত্বে সহস্রাধিক যুবদলের নেতাকর্মীরা যোগ দেয়। এ সময় সন্ত্রাস,চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে সামাবেশস্থল মুখরিত হয়ে উঠে।
এ এসময় উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাহিদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ফারুখ, রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ হুমায়ুন ভূইয়া, ১ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম ভূইয়া সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *