মিথ্যা প্রচার এর প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল নেতা হীরা

দৈনিক তালাশ.কমঃ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী হীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদে হীরা বলেন ইচ্ছা ছিলোনা কিছু বলার তার পরেও কিছু কথা বলতে চাই,যখনি ছাত্রদলের কমিটির পক্রিয়া শুরু হয়, আমার কিছু শুভাকাঙ্ক্ষী নামে বেনামে কিছু ফেসবুকে আমাকে আওয়ামীলীগের লোক বলে প্রচার করে।তার ২/৩ টা ছবি পোষ্ট করে আমি আজকে ছবিগুলোর ব্যাখ্যা দিতেছি।একটি ছবি আওয়ামীলীগ এর গুন্ডা শামিম ওসমানের সাথে তখন আমি ১০ম শ্রেনীতে পড়ি,এখন ওই ছবিটার বিস্তারিত বলি,২০১১ সালে নূর হোসেন চেয়ারম্যান আমাদের পারিবারিক একাটা ঝগড়ায় যুক্ত হয়ে তার লোকজন এবং প্রশাসন নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় তখন আমি ৯ম শ্রেনীতে পড়ি,ওই ঝগড়ায় আমাদের পরিবারের কেউ ৫/৬ মাস বাসায় থাকতে পারি নাই,এই ঝগড়া কেন্দ্র করে ২০১১ সালে আমি প্রথম মামলার আসামি হই,এমনকি আমি ৯ম শ্রেনীতে ২য় সাময়িক পরীক্ষাও দিতে পরি নাই,মামলা থেকে জামিনে এসে বার্ষিক পরীক্ষা দেই,স্কুল প্রশাসন আমাকে ১ম সাময়িক এবং বার্ষিক পরীক্ষায় ৫০% করে ১০০% নাম্বার দিয়ে ১০ম শ্রেনীতে উত্তির্ন করে।এই বিষয়টা আমার গ্রামের প্রতিটা মানুষ অবগত।২০১২ সালে হঠাৎ রাস্তা এলাকার সম্পর্কে নানা হয় (তাজিম বাবু)সে আমাকে ঢেকে শামীম ওসনাকে বলে ওদের সাথেই হোসেনের জামেলাটা হয়েছিলো,রাস্তায় দাড়িয়ে তখন আরো কয়েকজন আমার সমবয়সী লোক ছিলো তাদদের সাথে আমাকে নিয়ে ছবি তোলে আর একটা ছবি ২০২২ সালে স্থানীয় কাউন্সিল নির্বাচনে নূর উদ্দীন সাহেবের সাথে তোলা ছবি।আমি এবং আমার পরিবারের সবাই তাদের মার্কেট ব্যবসায় করি তাই তার নির্বাচন করা,যখন এই নির্বাচনটা হয় নূর উদ্দীন সাহেব সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক। আমি বিএনপির আদর্শে রাজনীতি করার জন্য ৮টা মিথ্যা মামলার আসামি,আমি রাজনীতি করার অপরাধে আমার আপন ছোট ভাইকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়,আমি বৈষম্য ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় এরেস্ট হই,ডিবিতে আমাকে ৪দিন রেখে অমানুবিক নির্যাতন করা হয়।আমি আমার ওই সকল শুভাকাঙ্ক্ষী ভাইদের উদ্দেশে বলতে চাই আপনারা যারা আমাকে আওয়ামীলীগ বানাতে চান আপনারা কে কয়টা মামলার আসামি,কে কতটা আওয়ামীলীগ দ্বারা নির্যাতিতো,২৯ আগষ্ট থেকে ৭জানুয়ারি পর্যন্ত কে কয়টা প্রোগ্রাম করছেন যদি আপনাদের সাহস থাকে তাহলে আমার সামনা সামনি বসেন।ভাই নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা কেনো ভাই।আমি হিরা একদিনে এই জায়গায় আসি নাই,তিলে তিলে রাজপথে মাথার গাম পায়ে ফেলে আজকের এই অবস্থানে আসেছি।
আমি মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী বলেই কিছু কুচক্রি মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আমি জাতীয়তাবাদীর একজন নিবেদিত কর্মী যারা এই মিথ্যা প্রচারণা করছেন তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *