দৈনিক তালাশ.কমঃবিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সহিদার রহমান সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোর ০৫.৩০ ঘটিকায় মদনপুর বাসস্ট্যান্ডে মোগড়াপাড়া চৌরাস্তায় চট্টগ্রাম-টু-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বের লেনে
মা ডেন্টাল কেয়ার এর সামনে পাকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করবে।
উক্ত সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোঃ আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয়(২৪), পিতা-মোঃ আব্দুল্লাহ আল হাসান, সাং-খরকী ০৬ নং ওয়ার্ড, মেহেন্দীগঞ্জ পৌরসভা, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল-কে সকাল ০৬.১০ ঘটিকায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার একটি কালো রঙের কাঁধ ব্যাগ তল্লাশি করে ০৪(চার) কেজি মাদকদ্রব্য গাঁজা যার মূল্য অনুমান ১,২০,০০০/-(একলক্ষ বিশ হাজার) টাকা পাওয়া যায়।
উল্লেখিত মোঃ আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয়(২৪) উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সোনারগাঁও থানা এলাকাসহ আশেপাশের এলাকায় এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকায় বিক্রয় করে আসছে।
ধৃত আসামির নামে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার নির্দেশনায় মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য যে, ধৃত আসামির নামে বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ০৪(চার)টি মামলা বিচারাধীন রয়েছে।