এবার পুলিশের আরো ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দৈনিক তালাশ.কমঃ মোঃআশিকুর সরকার(রাব্বি) নিজস্ব প্রতিবেদকঃ মামলার এজহারভুক্ত আরো চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেওয়া হয়। এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেপ্তারের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আদেশে আরো বলা হয়, ফৌজদারী মামলায় গ্রেপ্তারের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো এবং একই সাথে এ বিষয়ে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রেরণের জন্যও অনুরোধ করা হলো।

গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম। 

শাহেন শাহ্ মাসুদ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *