দৈনিক তালাশ.কমঃ সোনারগাঁ থানা দিন কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে কাচপুর সেনপাড়া এলাকায় আবারও মাদকের ব্যবসা রমরমা ভাবে চলছে, তার পাশাপাশি মেয়েদের দেহ ব্যবসা ও প্রতিনিয়ত চলছে এলাকাবাসী তথ্য অনুযায়ী জানা গেছে যে কাঁচপুর ফ্লাইওভার সংলগ্ন ব্রিজের উপরে বিভিন্ন ছিনতাইকারীদের দেখা গিয়েছে, তারা মোবাইল চুরি করে বিভিন্ন মানুষের মালামাল লুটপাট করে নিয়ে যায়, মাদক বন্ধ করার জন্য এলাকাবাসী বাধা দিলে তারা বলে এই কাঁচপুর সেনপাড়া থেকে মাদক ব্যবসা কোনদিন কেউ বন্ধ করতে পারবে না ,এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করলে আরো কয়েকজন মাদক ব্যবসায়ী নাম উল্লেখ্য করে বলে, আমি এক সময় মাদক বিক্রি করতাম এখন করি না তবে ওই মাদক ব্যবসায়ী জবানবন্দিতে বলে এই কাঁচপুর সেনপাড়া তে কে মাদক বিক্রি করে তা আমি জানি, ওই মাদক ব্যবসায়ী বলে, কাঁচপুর সেনপাড়া তে সবচেয়ে মাদকের বড় ডিলার হচ্ছে নাদিম, মোবাইল ছিনতাইকারী থেকে শুরু করে তার এক বড় বাহিনী আছে কাঁচপুরের মাটিতে প্রতি দিন তার বাহিনী দিয়ে মোবাইল ছিনতাই লুটপাট চাঁদাবা।