দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৫ অক্টোবর ২০২৪ তারিখ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ পালিত হয়। মঙ্গলবার (১৫ অক্টোব) টাঙ্গাইলে জেলা প্রশাসন কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’, যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সাদা ছড়ির গুরুত্ব ও সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে।
সকালের দিকে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দৃষ্টি প্রতিবন্ধীদের সচেতনতা বৃদ্ধি ও তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের লক্ষ্যে একটি র্যালির আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, বেসরকারি সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের কার্যালয়ে, যেখানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক, সমাজসেবা, টাঙ্গাইল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক । বক্তারা সাদা ছড়ির ব্যবহার, দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীন চলাচল এবং তাদের প্রতি সহানুভূতিশীল সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিশ্ব সাদা ছড়ি দিবসের মূল লক্ষ্য হলো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমাদের সহানুভূতিশীল মানসিকতা তৈরি করা এবং তাদের চলাচলে সহায়তা করা। তাদের চলাচলের অধিকার নিশ্চিত করতে সাদা ছড়ির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা শেষে, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয় এবং সমাজসেবা অধিদপ্তর তাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের আশ্বাস দেয়। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে এ ধরণের আয়োজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও তাদের প্রতি সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সবাই আশা ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্য:
বিশ্ব সাদা ছড়ি দিবস শুধু একটি দিবস নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমাদের দায়িত্ববোধ ও তাদের জন্য একটি নিরাপদ, সহানুভূতিশীল সমাজ গঠনের প্রতিজ্ঞার দিন।