দৈনিক তালাশ.কমঃ নারায়ণঞ্জের সদর উপজেলাধীন ফতুল্লা থানাধীন জামতলা,গলাচিপা,দেওভোগ ও কলেজ রোড এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মন্টুর মাদক বিক্রির দৌরাত্ম যেন কিছুতে কমানো যাচ্ছে না।
চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অত্র এলাকায় মাদক কারবারী মন্টু দিনে দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করছে।
স্থানীয়রা জানান, যেখানে বিভিন্ন সময়ে ছাত্ররা বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে ঠিক সেই সময়ে বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মন্টু।
আমার নারায়নগঞ্জের বিশেষ অনুসন্ধানে ফতুল্লা থানাধীন দেওভোগ,কলেজরোড,গলাচিপা ও জামতলা এলাকায় মাদক বিক্রেতা মন্টুর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জানা যায়, ফতুল্লার বেশকিছু এলাকায় রমরমা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে মন্টু নামের এই ব্যক্তি। অনুসন্ধানে আরো জানা যায় ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরের মৃতঃ নুর ইসলামের পুত্র মো. মন্টু মিয়া (২৭)।
এক সময়ে এই মাদক ব্যবসায়ী মন্টু চাষাড়া রেললাইনের মাদকের ডিলার মিলনের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন।
এছাড়া ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে মাদক ব্যবসায়ী মন্টুকে ফতুল্লা মডেল থানা সীমান্তের চাষাড়াস্থ লোকনাথ সুইট মিট নামক দোকানের দক্ষিণ পার্শ্বের রাস্তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মন্টুর নিকট থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজুল হক সকাল নারায়ণগঞ্জ কে জানান, ফতুল্লার কোন মাদক ব্যবসায়ী কে ছাড় দেয়া হবেনা। আমরা এখন যেহেতু জানতে পেরেছি চাষাঢ়া রেল স্টেশন মাদক ব্যবসায়ীদের উপর যথাযথ ব্যবস্থা নিব।