কালিহাতীতে সৈয়দ মাহবুব হোসেনের বাবরের দাফন সম্পন্ন এলাকাবাসীর হৃদয়বিদারক বিদায়

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসিন হাবীব সবুজ (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় মানুষ সৈয়দ মাহবুব হোসেন বাবর আর নেই। স্ট্রোকজনিত কারণে শুক্রবার রাতে, আনুমানিক ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৫০ বছর।

শনিবার (১২ অক্টোবর) বাদ জোহর কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে সৈয়দ ফেরদৌস মিয়ার বাড়ির আঙিনায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এলাকার মানুষ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা সেখানে উপস্থিত হয়ে তাকে শেষ বিদায় জানান। বাড়ির আঙিনায় ভেসে ওঠা কান্নার শব্দ যেন বাতাসকেও ভারী করে তুলেছিল।

জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের শ্যালক ব্রিগেডিয়ার জেনারেল জগলুর রহমান খান, ভাই সৈয়দ মোহাম্মদ হোসেন তারেক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন রাব্বানী, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলামসহ অসংখ্য গ্রামবাসী।

একজন স্থানীয় বাসিন্দা আবেগে ভেঙে পড়ে বলেন, “আমাদের বাবর ভাই শুধু আমাদের নয়, পুরো এলাকাকে আগলে রাখতেন। তার মতো মানুষকে হারানো সত্যিই অপূরণীয় ক্ষতি।”

সৈয়দ মাহবুব হোসেন বাবরের অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে হারানোর শোক যেন আত্মীয়-স্বজনসহ এই গ্রামের প্রতিটি মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *