দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীর আউলটিয়া পূজা মন্ডপে সিসি ক্যামেরার নজরদারিতে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন। শুক্রবার ১১ই অক্টোবর রাত সাড়ে সাতটায় সরোজমিনে কালিহাতীর আউলটিয়ার জয়দেবপুরের বাড়িতে সুশৃঙ্খলভাবে পূজা করতে দেখা যায়।
উল্লেখ্য, কালিহাতী উপজেলার ১৫৬টি পূজা মন্ডপের মধ্যে আউলটিয়া জয়দেব করের বাড়ির পূজা মন্ডপ অন্যতম। পূজা কমিটির সভাপতি কমল চন্দ্র দত্ত এবং সেক্রেটারি রঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপে নিরাপত্তার জন্য ৪টি সিসি ক্যামেরা ও আশেপাশের এলাকায় ৮টি সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। পরিবেশ ছিল সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল। এছাড়া, পূজা মন্ডপে জেনারেটরের ব্যবস্থা থাকায় বিদ্যুৎ সমস্যা মোকাবিলা করা সম্ভব হয়েছে।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন মেম্বার মিজানুর রহমান মজনু, মো. মোখলেসুর রহমান, মো. আব্দুল লতিফ, কৃষ্ণচন্দ্র দাস (কোষাধক্ষ্য), সহ-সভাপতি প্রণয় চন্দ্র দাস, নারায়ণ চন্দ্র সরকার, বিষ্ণু চন্দ্র দাস, মো. শাহ আলম মোল্লা, বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. নজরুল ইসলাম। নিরাপত্তা ব্যবস্থায় ছিলেন পিসি আনসারুল মামুদ।
এই পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও সহযোগিতা করছেন এবং তারা কোনো ধরনের অভিযোগ ছাড়াই সকলে মিলে পূজার আনন্দ উপভোগ করছেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহ আলম মিয়া, তারেক আহমেদ, সৈয়দ মহসীন হাবীব সবুজ এবং শুভ্র মজুমদার।