উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে উপজেলাসমূহের পূজা উদযাপন প্রতিনিধিগণের মতবিনিময়

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতারের সাথে সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার ০৭ অক্টোবর
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইল জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণের সমন্বয়ে একটি মতবিনিময় সভা জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, সুশীল সমাজ, ছাত্র-জনতার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সকল অংশীজনকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *