কাশিপুর ইউনিয়ন যুবদল নেতা রিজওয়ান সিকদার এর নেতৃত্বে শোডাউন

দৈনিক তালাশ.কমঃ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিশিষ্ট আস্তাভাজন কাশিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিজওয়ান সিকদার এর নেতৃত্বে একটি বিশাল শোডাউন নিয়ে মিছিল বের করা হয়।

মিছিল এর পুর্বে কাশিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিজওয়ান সিকদার বলেন কাশিপুর এ কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। আমার নেতা জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক মো: শেখ সেলিম,যুগ্নআহবায়ক মাসুম বিল্লাহ,যুগ্নআহবায়ক মো: তুহিন,যুগ্নআহবায়ক রাহাদ সিকদার,যুবদল নেতা মো:আরিফ,মো:বাপ্পি,মো:জাফর সিকদার,মো:বাদশামিয়া,মো:ইকবাল,মো:মিজান,মো:টিটু,মো:রিফাত,মো:মানিক,মো:রাজীব,মো:আশেক আলী,মো:রকি,মো:সজিবআহাম্মেদ,মো:হযরতআলী,মো:ইউসুফ,মো:ফয়সাল,মো:রাজু,মো:আসাবুদ্দিন ও আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *