দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফার পেশাগত ৪০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠিত। মঙ্গলবার (১ অক্টোবর ) বেপারী পাড়া, এতিমখানার রোডে মোস্তফা মঞ্জিলে সন্ধ্যা সাড়ে ৬টায় সরোজমীনে এ তথ্য জানা যায়। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর ২০২৪, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, চালা আটিয়া উকিলপাড়া জামে মসজিদের
প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (আই ই আর)
সাবেক সাহিত্য সম্পাদক,
টাঙ্গাইল পাবলিক লাইব্রেরী আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা মিঞার ওকালতি জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে জেলা এ্যাডভোকেট বার মিলনায়তনে একটি বিশেষ কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামিম-উল- আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এ্যাডভোকেট মীর শামসুল আলম শাহজাদা। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাডভুকেট বার সমিতির সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা এডভোকেট বারের সাবেক সভাপতি
ফাইজুর রহমান ফায়েজ, সাবেক সভাপতি ফারুক আহমেদ, পিপি আকবর হোসেনসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবী নেতৃবৃন্দ।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা মিঞার জুনিয়র অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর পেশাগত জীবনের এই মাইলফলক উদযাপন করা হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট গোলাম মোস্তফা ১৯৮৪ সালে তার ওকালতি জীবন শুরু করেন। দীর্ঘ চার দশকের পেশাগত জীবনে তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, “আইনজীবীরা সমাজের প্রতিনিধি হিসেবে বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচারকের মামলা নিষ্পত্তির প্রক্রিয়ায় আইনজীবীরা নক্ষত্রের মতো কাজ করে থাকেন।”
অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীরা গোলাম মোস্তফার কাজের প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।