দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আট্রিগ্রামে পারটেক্স পেপার মিলে কর্মরত জমাদ্দার মোঃ জাহাঙ্গীর আলম (৫৫) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার নারায়ণগঞ্জের সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জের আট্রিগ্রামে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তার নিজ গ্রাম বরিশালের বেতাগী এলাকায় ২য় জানাজা শেষে দাফন করা হয়।
মৃত্যুকালে মোঃ জাহাঙ্গীর আলম স্ত্রী নাজমা বেগম ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার মোঃ জাহাঙ্গীর আলমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।