দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: সদর উপজেলা গোগনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য রুবেল মেম্বারকে র্যাব-১১ কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গোগনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুবেল মেম্বার দলমত নির্বিশেষে সকলের নিকট জনপ্রিয় জনপ্রতিনিধি। রুবেল মেম্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের খাবার ও পানি সহ বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। অথচ একটি কুচক্রি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলায় ফাসিয়ে গোগনগরে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা তার মুক্তি এবং নাম প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নিকট স্বারকলিপি প্রদান করবো।
এসময় বক্তারা আরও বলেন, আমরা জানি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টারা বার বার বলে আসছেন তদন্ত ছাড়া নিহত হওয়া কারো মামলায় কাউকে গ্রেপ্তার করা হবে না এমনকি কাউকে হয়রানিও করা হবে না। তাই প্রশাসনের নিকট আমরা দাবী জানাই সঠিক তদন্তের মাধ্যমে যেন তাকে এই মামলা থেকে প্রত্যহার করা হয়।
মানববন্ধন শেষে রুবেল মেম্বারের মুক্তি এবং তার নাম প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নিকট স্বারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।