নওগাঁয় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক গ্রাহককে জেল হাজতে প্রেরন

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক বিদ্যুৎ গ্রাহককে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।পল্লি বিদ্যুৎ-২ কতৃপক্ষের পল্লি বিদ্যুৎ কোর্ট-২, ঢাকায় করা এক মামলায় ওয়ারেন্ট হলে তাকে বৃহস্পতিবার থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। সুজির উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের শিমুল টুডুর ছেলে। পল্লি বিদ্যুৎ পোরশা জোন-২ এর এজিএম (ওএন্ডএম) আনোয়ার হোসেন জানান, সুজির টুডু নওগাঁ পাবিস-২ এর আওতাভুক্ত পোরশা জোনাল অফিসের ৯৩৬-৫২৭৬ হিসাবধারী একজন আবাসিক গ্রাহক। তার বিদ্যুৎ বিল জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ/২০২৪ মাসের ২৫ হাজার ৮৫৪ টাকা বকেয়া থাকায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। তার পরেও বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য তার সাথে যোগাযোগ করা হলে উনি কোন গুরুত্ব দেন নাই। পরবর্তীতে উকিল নোটিশ প্রদান করার পরেও বিল পরিশোধ না করলে বকেয়া আদায়ের স্বার্থে পল্লি বিদ্যুৎ কোট -২, ঢাকা এ মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ৭৪৮/২০২৪। এ মামলায় সে কোর্টে হাজির না হলে আদালত আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ফলে পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট মুলে গেপ্তার করেন বলে জানান। বিষয়টি পোরশা থনা অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করেছেন এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

নওগাঁ#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *