বিএনপি নেতা হিরা’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ মহানগর ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা’র বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালানোর বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বৃহত্তর আমলাপাড়া এলাকাবাসী।

বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) বিকালে শহরের কালির বাজারের চারারগোপ এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহত্তর আমলাপাড়া এলাকাবাসী পক্ষে মানিক সর্দার এর সভাপতিত্বে এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা হিরা’র বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালিয়ে আসছে, যা মিথ্যা ও বানোয়াট, যার কোনো সত্যতা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়াও কালির বাজারকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে হুশিয়ারী দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *