দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নিতপুর টু ঢাকা গামী বাসের চাপায় পোরশা ব্রাক অফিসের সামনে একজন বাইক চালকের মৃত্যু হয়েছে। সূত্র জানায়, মঙ্গবার দিবাগত রাত ০৮:৩০ মিনিট ঢাকা কোচের সাথে সারাইগাছি থেকে নিতপুরগামী এক বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু হয়। মৃত ব্যক্তি সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রামের ফুলচানের ছেলে মোঃ আলমগীর। সংঘর্ষ হলে বাইক চালকের মাথা থেতলে যায় এবং সেখানেই মারা যান।
বর্তমান তিনি কালাই বাড়ি গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন সেখানে স্বর্ণকারের ব্যবসা করতেন।
এ ব্যাপারে পোরশা থানা অফিসার ইন চার্জের কাছে জানতে চাইলে এর সত্যতা স্বীকার করেন।
নওগাঁ #