দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার: নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে সম্প্রীতিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের আয়োজনে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাবাই বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব। সমাবেশে প্রধান আলোচক ছিলেন, পিড়াকৈর দাখিল মাদরাসা শিক্ষক মাও. রুস্তম আলী। তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য সুনীল কুমার মাষ্টার, উপদেষ্টা জগদীশ চন্দ্র প্রামাণিক। এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল কুমার, তেঁতুলিয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি বাবলু কুমার প্রমুখ।
নওগাঁ #