নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র উদ্যোগে জন সচেতনতা মূলক মতবিনিময় সভা

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র উদ্যেগে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ক্যাম্প সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ১৬ বিজিবি’র সিও লেঃ কর্ণেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম. পিএসসি,সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা। এসময় নিতপুর ক্যাম্পের জেসিও -৮৮৩৩ সুবেদার মুনসেদ আলী, স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তি বর্গসহ শতাধীক জনসাধারন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।

নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *