দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম ও সাংবাদিকদের মতবিনিময়। বুধবার সকাল ১১টায় ঘাটাইল থানায় অফিসার ইনচার্জের কক্ষে সরোজমীনে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি সাংবাদিক শাহালম কালিহাতী প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি সাংবাদিক তারেক, জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকা, টাঙ্গাইলের সাপ্তাহিক পত্রিকা, আইপি টিভি ও অনলাইন পোর্টাল পরিবারের সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার দক্ষ-সর্বাগ্রে সংবাদ পাবলিষ্ট করার সাংবাদিক শুভ্র মজুমদার।
টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রকিবুল ইসলাম। তিনি ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।
মো. রকিবুল ইসলাম এর আগে ট্যুরিস্ট পুলিশ ঢাকা বিভাগে কর্মরত ছিলেন। তার সততা, মানবিকতা এবং পেশাদারিত্ব তাকে সহকর্মীদের মধ্যে সুপরিচিত করেছে। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং জনগণের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সকলের সহযোগিতা অপরিহার্য। আমি বিশ্বাস করি, স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঘাটাইলকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পারব।”
তার কর্মজীবনের অতীত সাফল্যের ধারাবাহিকতায় ঘাটাইল থানা এলাকাবাসীও আশাবাদী যে, মো. রকিবুল ইসলামের নেতৃত্বে এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
মানবিক গুণাবলী এবং সুদর্শন ব্যক্তিত্বের জন্য তিনি ইতোমধ্যে স্থানীয় মহলে জনপ্রিয় হয়ে উঠেছেন।