দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।
বুধবার (১৮ই সেপ্টেম্বর) বিকেলে মাসদাইর জেলা ক্রীড়া সংস্থার ওসমানী পৌর স্টেডিয়াম মাঠটি পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
এসময় মাসুদুজ্জামান ক্ষুদে খেলোড়দের সাথে কুশল বিনিময় শেষে ফুল দিয়ে তাদের সাথে ফটোসেশন করেন। পরে তিনি ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সংস্থার কর্মী, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার এমিলি, জাকির হোসেন, গাউস, রেজাউল করিম লিটন, কাজী নজরুল ইসলাম, নাদিম হাসান মিঠু ও সামা ফিরোজ সহ ক্রীড়া সংগঠক ও ক্লাবের নেতৃবৃন্দ।