বাংড়াতে ঈদে মিলাদুন্নবীর ১২দিন ব‍্যাপী মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত

দৈনিক তালাশ.কনঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলাধীন কালিহাতীর বাংড়া’তে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১২দিন ব‍্যাপী মিলাদ মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত।

রবিবার (ষোলো সেপ্টেম্বর ) বাদ এশা বাংড়া পূর্বপাড়া মরহুম সৈয়দ মাজহারুল ইসলামের সুযোগ‍্য দ্বিতীয় সন্তান সৈয়দ সালাউদ্দিন (জিন্না মিয়ার) রাজকীয় বাসভবনে সরোজমীনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে দেখা যায়। উক্ত মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মো: মঞ্জুরুল ও মোয়াজ্জিন সৈয়দ জামিল। বাংড়া বায়তুল নূর জামে মসজিদের ঈমাম ও খতিব, আলহাজ্ব সৈয়দ আশরাফুল হক (বুলবুল), সৈয়দ জাকারিয়া হাবীব (জাকী মিয়া), অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আলহাজ্ব সৈয়দ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সৈয়দ মেহেদী হাসান, সৈয়দ নজরুল ইসলাম (শরীফ), মো: বেলায়েত, সৈয়দ আহাদুল্লাহ, সৈয়দ ঐশি, মো: কাশেমসহ এলাকার অসংখ্য মুসল্লীগণ। মোনাজাতে বিশ্বের সকল মরহুম-মরহুমাসহ আয়োজকের সকল মরহুম আত্মীয়-স্বজনের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। আখেরি মোনাজাতে মাহফিল সমাপ্ত করেন। উপস্থিত সকলকে মিষ্টান্ন তবারকের বক্স প্রদান করেন।

উল্লেখ্য, সৈয়দ মাজহারুল হক, মরহুম সৈয়দ জহুরুল হক মরহুম সৈয়দ মাসুদুর রহমান আপন তিন ভাই। প্রতি ভাই রবিউল ১লা আউয়াল মাসের থেকে ৪দিন করে তিন ভাইয়ে ১২দিন ব‍্যাপী ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করে আস দীর্ঘ প্রায় ১০০ বৎসর যাবৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *