নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলার সম্পৃক্ততায় ১ জন আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ ১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‌্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। ত্বকী হত্যা মামলায় সম্পৃক্ততা প্রাপ্তি সাপেক্ষে গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা হতে ইয়ার মোহাম্মদ @ পারভেজ, পিতাঃ আলী হোসেন র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উক্ত আসামীকে আদালতে হাজির করা হলে আদালত আসামীকে হাজতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *