কালিহাতীতে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় কালিহাতীর নগরবাড়ি আনোয়ারা হাসেম উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নারিন্দা ইউনিয়নের কৃতি সন্তান জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক জনাব লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়নের দুই দুইবারের সফল চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহর আলী। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করে নারান্দিয়া ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী প্রামানিক। উক্ত টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়ক ও সফল উদ্বোধক বিএম কলেজের শিক্ষক নারিন্দা ইউনিয়নের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কালিহাতী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের সদস্য সচিব তামিম আকতার প্রামানিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগা গ্রামের কৃতি সন্তান নারান্দিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ। এলাকা ও দূরদূরান্ত থেকে আগত দর্শক ফুটবল প্রেমিক, সাংবাদিক প্রমুখ।

আজকের ম্যাচ
আজকের খেলায় শহীদ আবু সাইদ ২-শহীদ মীর মুগ্ধ ১।
উক্ত টুর্ণামেন্টে ৫টি দল যথাক্রমে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ, শহীদ শাকিল পারভেজ ফুটবল একাদশ, শহীদ ফয়সাল আহমেদ শান্ত ফুটবল একাদশ, শহীদ মীর মুগ্ধ ফুটবল একাদশ
ও শহীদ ফারহান ফাইয়াজ ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। আকর্ষণীয় পুরস্কার হিসেবে আছে চ‍্যাম্পিয়ন একটি ফ্রিজ ও রানার আপ একটি রঙিন টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *