ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শামীম নামের গার্মেন্টস শ্রমিক নিহত

দৈনিক তালাশ.কমঃ গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শামীম (১৮) ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের জনুব আলীর ছেলে।
নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু গার্মেন্টস থেকে বাসায় ফিরছিলেন।
তারা এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকায় পৌঁছলে বুড়ির দোকান এলাকার শুক্কুরসহ তার বাহিনীর ১৫/২০ জন শামীমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এ সময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়। ওই সময় শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়।
এরপর শামীমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামীমের বড় ভাই বাবলু বলেন, ‘আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *