ফতুল্লায় শুক্কুরের কর্মকান্ডে অতিষ্ঠ সাধারন মানুষ

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানাধীন গাবতলী,ইসদাইর,মাসদাইর ,পুলিশ লাইনসহ বেশ কিছু এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের মত জঘন্য কর্মকান্ড করে আসছে।
আর শুক্কুরের এই বেপোরোয়া কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে ফতুল্লার শান্তি প্রিয় সাধারন মানুষ।
সংশ্লিষ্ট সূএে জানাগেছে, মাদক ব্যবসায়ী শুক্কুর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে ও গোপনে মাদক সেবন ও বিক্রি করে আসছে। এছাড়াও মাদক ব্যবসার নিয়ন্ত্রন ও এলাকার আদিপত্য বিস্তারের লক্ষে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড করেও বেড়াচ্ছে তারা। তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ জানাতে গেলে নিজেদের পুলিশ সোর্স পরিচয় দিয়ে সাধারন মানুষদের হয়রানি করার একাধিক অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী, ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় পুলিশ প্রশাসনসহ প্রায় সবাই জানেন তাদের ব্যাপারে কিন্তু তারা আছে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয় কয়েকজন এ বিষয়ে মুখ খুলতে চাইলে তাদেরকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা নানাভাবে ভয় দেখিয়ে আটকিয়ে রাখে।
আরো জানা যায়, স্থানীয় লোকজনের কাছে তথ্য থাকলেও কৌশল ও জনবলের দিক দিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পেরে উঠছেন না তারা।
সচেতন মহলের দাবি, এরা প্রশাসনের গতিবিধি আগাম জেনে যায়, তাই তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় এবং মাদক সেবন ও ব্যবসা চালিয়ে যায় নির্দ্বিধায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *