নওগাঁয় ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়ে ফিল্মি স্টাইলে ফোন কলে ১০ লাখ টাকার চাঁদা দাবি

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁ সদরের আরজি নওগাঁ এলাকার এক আইসক্রিম ব্যবসায়ী লাভেলো কোম্পানির এজেন্ট রায়হান আলীর নিজ বাড়িতে আগুন জ্বালিয়ে ফোন কলে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে এ বিষয়টির বর্ননা দিয়ে সদর থানা ও সর্বত্র গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা চান ভুক্তভোগী। কল আসা সেই মোবাইল নম্বর উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এ ঘটনায় মোট ৪ বার কল দিয়েছে চাঁদাবাজরা। প্রতিবেদকের হাতে আসা এক কল রেকর্ডে শোনা যায়, যে কথা বলি সেটা ভালো করে মাথার মধ্যে নিবি,সকাল ১০টার মধ্যে তোকে কল দিব টাকা রেডি করে রাখবি, টাকা না দিলে স্বপরিবারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিয়ষটি নিয়ে আতংকিত পরিবার। চাঁদা দাবির ঘটনা নিয়ে ওই এলাকায় নানা আলোচনা চলছে। ভয়েস পরিবর্তন ও মোটা ওই কন্ঠে স্বল্প শিক্ষিত কয়েক ব্যক্তির কাজ বলে মনে হচ্ছে। কিন্তু কারা এতে জড়িত, পুলিশ এখনও কোন কুল কিনারা করতে পারছেন না। তবে ব্যবসায়ীর অর্থ সম্পদ কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। অভিযোগ সূত্রে জানা যায়,১০ সেপ্টেম্বর পরিবারের লোকজনদের সাথে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো করে ঘুমিয়ে যায়।ঘুমন্ত অবস্থায় ১১/০৯/২৪ তারিখে রাত্রী অনুঃ ২.৩০ ঘটিকার সময় আগুনের ধোঁয়া টের পেয়ে জেগে উঠে দেখে আগুন । তাদের ডাকচিৎকারে এলাকাবাসীর সহায়তায় স্ত্রী পুত্র কন্যাসহ বাড়ীর সকলকে নিয়ে প্রানে বেঁচে যায়। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় বাড়ীর ড্রয়িং রুমের আগুন নিভিয়ে আজ রাত্রী ৩.৪৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যাক্তি তার মোবাইল নাম্বার থেকে কল করে বলে আমি তোর বাড়ীতে আগুন দিয়ে তোকে সর্তক করলাম। আজ সকাল ১০টার মধ্যে তুই আমাকে ১০-দশ লক্ষ টাকা দিবি নইলে আমি তোর ছেলে যেটা জেলা স্কুলে পড়ে তাকে তুলে নিয়ে গিয়া হত্যা করব। আর তোকে যেখানে পাব সেখানে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব বলিয়া অজ্ঞাতানামা বিবাদী তাকে হুমকী প্রদান করে মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রামের একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই গ্রামে থেকে ব্যবসা করে তারা, তাদের কোনো শত্রু আছে বলে আমাদের কারও জানা নেই। পরপর চার বার কল দেওয়ায় কিছুটা আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
ঘটনার তদন্ত কারি অফিসার নওগাঁ কালিতলা পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ইব্রাহীম বলেন, দুর্বৃত্তরা ফেন কলের মাধ্যমে হুমকি পাঠাচ্ছে।আসামি সনাক্তকরণে মোবাইল নম্বর ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে এখনও কাউকে শনাক্ত করা যাচ্ছে না। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *