দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় টাঙ্গাইলের ইউএনও’
হাসান বিন মোহাম্মদ আলীকে
ছাত্রদের দাবির প্রেক্ষিতে প্রত্যাহার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সজীব আহমেদের স্বাক্ষরিত পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকায় ন্যাস্ত প্রজ্ঞাপন জারি। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল ছাত্র মারুফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ইউপি চেয়ারম্যানকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে ছাত্রদের দাবীর প্রেক্ষিতে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীকে প্রত্যাহার করা হয়েছে।