কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন প্রায় আড়াইলক্ষ টাকার ক্ষয়ক্ষতি

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডের নিকটে মেইন রোডে বাদশাহ মার্কেটে নীচতলার তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে নাশকতামূলক আগুন লেগে মালামাল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৫টা-৬টার মধ‍্যে অজ্ঞাতনামা ব্যক্তি লাইব্রেরীর সাটারের নীচ দিয়ে পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। কালিহাতীর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রচুর পরিমাণ বই, খাতা, কলম এবং অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

ঘটনার বিবরণে জানা যায়, একজন পথিক ভোর ৫•৫৭তে ০১৭৩২৮২৪৮৯১ নম্বর থেকে ফোন দিয়ে লাইব্রেরীর মালিক জয়নাল আবেদীন আগুনের সংবাদ জানান। এক মিনিট পর অর্থাৎ ৫•৫৮তে অন‍্য একজন ০১৭০৬২৩৫২১ নম্বর থেকে কল করে আগুনের সংবাদ জানান। এ দু:সংবাদ শুনে তৎক্ষণাৎ কালিহাতী ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেন। না পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেন। পরে ঘাটাইলের ফায়ার সার্ভিস দ্রুত কালিহাতী ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লাইব্রেরীর মালিক জয়নাল আবেদীন কান্না বিজড়িত কন্ঠে বলেন, প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিস থেকে জানান, কোন বৈদ‍্যূতিক শর্ট সার্কিট হয় নি। তা, পুরো ঘর বা মার্কেট পুড়ে ছাই হয়ে যেত। মার্কেটের ৩য় তলায় বসবাসকারী মিসেস রতন বলেন, অল্পতেই রক্ষা। নতুবা সম্পূর্ণ মার্কেটে আগুন ধরলে আমারাও ঘুমন্তবস্থায় মারা যেতাম। দ্রুত অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় শাস্তি দাবী করছি। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের অফিসারদের মতে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যাতে মালিক পুনরায় তার ব্যবসা চালিয়ে যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *