দৈনিক তালাশ.কমঃএম এইচ বাদশা:বর্তমানে আমাদের জীবনের বহু বিদ সমস্যার মধ্যে অন্যতম হলো খাদ্যে ভেজাল।
বাংলাদেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষের খাদ্য পানীয়আমাদের নিত্য ব্যবহার্য খাদ্য দ্রব্য ভেজালের মিশ্রণের কারণে জনজীবন আজ চরম হুমকির মধ্যে।
ঔষধ এবং শিশু খাদ্যের ভেজাল খেয়ে প্রতিদিন মৃত্যুর সাথে লড়ছে।
যেখানে স্বাস্থ্য খাতকে উন্নত করতে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে,
সেখানে একশ্রেণী অসাধু ও মোনাফা লোভী ব্যবসায়ীরা খাদ্যে নির্দ্বিধায় ভেজাল দিয়ে মানুষের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
ব্যবসায় স্বার্থ বৃদ্ধির কারণে জনসাস্থ্যের কথা চিন্তা না করে শিশুদের খাবার এবং রোগীর ঔষধে ভেজাল দিতেও আজ ব্যবসায়ীরা কুন্ঠ বোধ করে না।
এই অপতৎপরতার অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে ছোট বড় ভেজাল খাদ্য তৈরির কারখানা।
সূত্রে জানা যায় বন্দরনগরী নারায়ণগঞ্জের বিভিন্ন বাসা বাড়ি ভাড়া করে গড়ে উঠেছে ছোট বড় অনেক ভেজাল অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য তৈরির কারখানা।
যেখানে বিষাক্ত কেমিক্যাল কাপড়ের ব্যবহৃত রং এবং ফ্লেভার দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম খাবার
এইসব তৈরীর প্রক্রিয়া দেখলে আতকে উঠবে যে কেউ।
তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন এর উপর নজরদারি করা জরুরী।