শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দিচ্ছে না না.গঞ্জ জেলা বিএনপি।

দৈনিক তালাশ.কমঃসুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাংগঠটি কে শাস্তির আওতায় আনা হচ্ছে। চাঁদাবাজি, দলবাজি ও ভাঙচুরসহ বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত থাকলে কঠোর হস্তে দমন করার হুশিয়ারী দেয়া হচ্ছে বিভিন্ন সভা সমাবেশ থেকে।

নারায়ণগঞ্জ বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন দলটি। দলের এমন মনোভাবের মধ্যে দেশের অন্যান্য জেলার ন্যায় নারায়নগঞ্জকেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উঠেপড়ে লেগেছে একটি ষড়যন্ত্রকারী মহল। অনেকে নব্য বিএনপি সেজে অপকর্ম করছে। কেউ অতি উৎসাহী হয়ে দলের ক্ষতি করছে। দোষী সবাইকে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি দেওয়ার ব্যাপারে হার্ডলাইনে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স-নীতিকে মাথায় রেখে যত বড় নেতাই হন না কেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু বরদাশত করা হবে না বলেও হুশিয়ারী দেয়া হচ্ছে দলের পক্ষ থেকে।

এ ছাড়া ইদানীং অনেক নেতার ছত্রছায়ায় নব্য বিএনপি তৈরি হচ্ছে, যারা সুযোগে ফায়দা লুটবে। এ জন্য হাইকমান্ড দলে নতুন সদস্য নেওয়া আপাতত বন্ধ করে দিয়েছেন। নেতারা জানান, নারায়ণগঞ্জ বিএনপির তরফ থেকে মাইকিং করে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। দলের কেউ জড়িত থাকলে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে বিএনপির জেলা সভাপতি গিয়াসউদ্দিন বলেন, দলের নীতিমালা বহির্ভূত কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হাইকমান্ডের পরিষ্কার বার্তা বিশৃঙ্খলায় জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন অপ্রীতিকর ঘটনা অনেকটা কমে এসেছে। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের একটি কায়েমীচক্র মাঠে আড়ালে বিভিন্ন অপকর্ম, বিশৃঙ্খলা সৃষ্টি করে নাম দিচ্ছে বিএনপির। অনেক জায়গায় আমাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা চলছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি এরা আমাদের দলের কেউ না। একটি গোষ্ঠী বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে মাঠে তৎপর। আমরা তাদের প্রতিহত করছি।

মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, আওয়ামী লীগের কিছু যড়যন্ত্রকারী প্রেতাত্মা বিএনপি নেতাদের ঢাল বানিয়ে এখন নব্য বিএনপি হওয়ার চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে নেতাদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। যারাই এই ধরনের নব্য বিএনপিকে সুযোগ করে দেবেন, তাদের বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না। অন্যদিকে বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোঁকন। তিনি বলেন, এখন নেতৃবৃন্দকে নিজের দায়িত্ব নিয়ে আমাদের অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, চাঁদাবাজি বা অন্য কিছু করে, ক্ষতি করতে চায়, সেটা আমাদের, রাজনৈতিক নেতাদের রুখে দিতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের সুস্পষ্টভাবে বলা আছে, সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা যারা ভণ্ডুল করবে তাদের প্রতিহত করতে হবে এবং ভণ্ডুলকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

এ বিষয়ে আমরা কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করব না। বিএনপি সব অন্যায়-সন্ত্রাসকে প্রতিহত করবে। এ জন্য সব দল ও অঙ্গসংগঠন একসঙ্গে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *