দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) বিকেলে নগরীর হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানে’র সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সার্বিক পরিচালনায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আজ ১৫ বছর যাবত আমরা নিঃশ্বাস নিতে পারিনি। আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার পরে সর্বপ্রথম এই ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পেয়েছি। তাই এই প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আমাদের সর্বনিম্ন ১০/১৫ হাজার জনগণের সমাগম হবে বলে আমরা আশাবাদী। আমাদের মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রত্যেক ওয়ার্ড থেকে ব্যানারসহ সর্বোচ্চ সংখ্যক নেতৃবৃন্দ নিয়ে ঠিক সকাল ১০ ঘটিকার সময় হোসিয়ারী সমিতির সামনে এসে হাজির হবেন।
প্রস্তুতিমূলক সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান ও গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আক্তার হোসেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ০১-০৯-২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ ঘটিকায় হোসিয়ারী সমিতির সামনে থেকে আনন্দ র্যালী নিয়ে চাষাড়া হয়ে, মন্ডল পাড়া ব্রিজ হয়ে, সিটি কর্পোরেশন ঘুরে, পুনরায় আবার হোসিয়ারী সমিতির সামনে এসে শেষ করবেন মর্মে জানা যায়।